সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আজ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাঙালির ইতিহাসে এক কালিমালিপ্ত অধ্যায় রচিত হয়েছিল। বাঙালির শোকের দিনে নানা শ্রেণি–পেশার মানুষের ঢল নেমেছে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে। সকাল থেকে শ্রদ্ধা জানানোর জন্য তারা জমায়েত হচ্ছেন এখানে।
কাজী মুহাম্মদ জহিরুল কাইয়ুম সঙ্গে পাঁচ বছরের ভাতিজিকে নিয়ে এসেছেন। তিনি সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত। কাজী মুহাম্মদ জহিরুল কাইয়ুম বলেন, তিনি আশির দশক থেকেই সব ধরনের জাতীয় দিবস পালন করেন। এবার ভাতিজিকে নিয়ে এসেছেন বঙ্গবন্ধু সম্পর্কে জানবে, দেখবে ও শিখবে বলে।
আজ ভোরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে ৩২ নম্বরমুখী হতে থাকেন। বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠনের ব্যানারে মানুষ আসছে।
শ্রদ্ধা জানাতে আসা প্রায় সবার বুকেই রয়েছে শোকের কালো ব্যাজ। ভ্রাম্যমাণ বিক্রেতারা ঘুরে ঘুরে এই ব্যাজ বিক্রি করছেন। এ ছাড়া কেউ কেউ ছোট টেবিল পেতেও বসেছেন। এমনই একজন ফজলুল হক। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার দোকান রয়েছে। প্রতিবছর শোক দিবসে তিনি ধানমন্ডিতে চলে আসেন। তবে জানালেন, ৩২ নম্বর জাদুঘরে কখনও যাওয়া হয়নি।
ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার সড়কগুলোয় পুলিশ যানবাহন নিয়ন্ত্রণ করছে। সড়কের বিভিন্ন দিকে প্যান্ডেল বানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। সেখানে মাইকে বঙ্গবন্ধুর ভাষণসহ গান বাজছে।
আরএ