সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
রোববার (১৩ আগস্ট) তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মার্কিন কংগ্রেসম্যান এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক তাদের চার দিনের আনুষ্ঠানিক সফর শুরু করেন। কংগ্রেস সদস্যদের সঙ্গে তাদের স্ত্রীরাও ছিলেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন কংগ্রেসম্যান এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক।
এ সফরকে চলমান হিসেবে উল্লেখ করে কংগ্রেসম্যান বলেন, বঙ্গবন্ধুর মতো এত তাড়াতাড়ি এমন একজন ব্যক্তিত্ব হারানো বাংলাদেশের জন্য সত্যিই একটি বড় ট্র্যাজেডি।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুজন সদস্য শনিবার (১২ আগস্ট) চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন । এদের একজন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও অপরজন রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক।
জেডএ