সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ডেঙ্গু থেকে বাঁচতে শিক্ষার্থীদের ফুলহাতা জামা পরার পরামর্শ দিয়ে বলেছেন, মশার কামড় থেকে বাঁচতে তোমরা ফুলহাতা জামা পরবা, মশারির ভেতর ঘুমাবা।
রোববার (১৩ আগস্ট) রাজধানীর গুলশানে স্প্রিংডেল ইন্টারন্যাশনাল স্কুলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযানে গিয়ে মেয়র এ কথা বলেন।
এদিন শুরুতে মেয়র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক কার্টুন বই বিতরণ করেন। পরে তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় করেন।
মেয়র আতিক বলেন, সিটি করপোরেশনের মেয়র হিসেবে আমি পুরো ডিএনসিসি এলাকায় যাচ্ছি। আমরা কেউ বসে নেই। সবার মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করছি। কর্মকর্তারা লার্ভা পেলে জরিমানা করছেন। কিন্তু জনগণকেও যার যার জায়গা থেকে দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, বর্তমানে সবাই ফেসবুক ব্যবহার করি। সবাইকে অনুরোধ করছি ফেসবুকে শেয়ার করুন- কোথাও পানি জমিয়ে রাখা যাবে না, ৩ দিনে একদিন জমা পানি ফেলে দিন।
এ সময় মেয়রের আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা ৩ দিনের মধ্যে জমা পানি ফেলে দেওয়ার এবং প্রতি শনিবার সকাল ১০টায় ১০ মিনিট বাসা-বাড়ি পরিষ্কারের অঙ্গীকার করেন।
জেডএ