সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জুলাই গণবিপ্লবে অনেকেই চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। অনেকেই দুচোখ হারিয়ে চিরতরে অন্ধ হয়ে যান। অনেকে একচোখ হারিয়েছেন। বেশিরভাগেরই চিকিৎসা দেশেই হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা নিজে উদ্যোগী হয়ে বিদেশ থেকে চিকিৎসক এনে দেশে চিকিৎসার ব্যবস্থা করেছেন।
চোখে আঘাত প্রাপ্তদের চিকিৎসার জন্য বোর্ড করা হয়েছে। সে বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক অনেককেই দেশের বাহিরে চিকিৎসার জন্য সুপারিশ করা হয়েছে। এ পর্যন্ত ১৩ জনকে দেশের বাহিরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আরও কয়েকজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় বাংলাদেশ বিমানের বিজি ০৫৮৪ ফ্লাইটে সিংগাপুর গেছেন চোখে আঘাতপ্রাপ্ত ৭ জন।
ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথ্যালমলজিতে চিকিৎসাধীন ৭ জন হলেন- আব্দুল্লাহ আল বাকী, আকতার হোসেন, মো. ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান, সালমান বিন শোয়াইব।
গতকাল বৃহস্পতিবার রাতে তাদের হাতে ফ্লাইটের টিকেট তুলে দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান ও জাতীয় নাগরিক কমিটির আহতদের চিকিৎসা বিষয়ক সেলের আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান বলেন, আমি দ্বায়িত্ব নেওয়ার পর থেকেই আহতদের চিকিৎসার জন্য কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য উপদেষ্টা আহতদের চিকিৎসার ব্যাপারে সব সময় খোঁজ-খবর রাখেন। আমরা দ্রুত আরও কয়েকজনকে বিদেশে পাঠাবো। আগামী সপ্তাহে খোকনকে রাশিয়ায় নেওয়া হবে ইনশাআল্লাহ।
জাতীয় নাগরিক কমিটির আহতদের চিকিৎসা বিষয়ক সেলের আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু বলেন, আমরা আহতদের চিকিৎসা বিষয়ক সেল সব সময় মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করেছি। চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছি। আহতরা এ দেশের সেরা সন্তান। তাদের উন্নত চিকিৎসার জন্য আমরা যেকোনো কিছু করতে পারি। যারা সিঙ্গাপুর যাচ্ছেন তারা দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
আরএ