সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল জানিয়েছেন, বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন তিনি। এছাড়া ওই দিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এতে ধারনা করা হচ্ছে, আগামীকালই পদত্যাগ করবে কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন কমিশন।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের রুমে নির্বাচন কমিশনাররা বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন সিইসি।
এ সময় পদত্যাগের বিষয়ে প্রশ্ন করলে কাজী হাবিবুল আউয়াল বলেন, আগামীকাল এ বিষয়ে বিস্তারিত জানাবো। যা বলার কালকে (বৃহস্পতিবার) ১২টার দিকে সংবাদ সম্মেলন করে জানানো হবে। পাশপাশি ওই দিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানান।
এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, যেকোনো সময় পদত্যাগ করতে পারেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরই মধ্যে সিইসি এবং অন্য কমিশনাররা পদত্যাগের সার্বিক প্রস্তুতি সেরেছেন বলে জানা গেছে।
এফএইচ