সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আগামী বছর থেকে পায়ারা গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম শুরু হবে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর একটি হোটেলে চট্টগ্রাম বন্দর ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পোর্টের মধ্যকার সমঝোত চুক্তি সাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। চুক্তি অনুযায়ী চট্টগ্রাম বন্দরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে যৌথভাবে বিনিয়োগ করবে এডি পোর্ট গ্রুপ।
চট্টগ্রাম বন্দরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও বে টার্মিনাল প্রজেক্টে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আর আমিরাতের আবুধাবি পোর্ট।
চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় সহযোগিতা করবে আবুধাবি সমুদ্র বন্দর। এতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করেন চট্টগ্রাম বন্দর কর্তপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বন্দর কার্যক্রমে যেকোনো দেশের বিনিয়োগকে স্বাগত জানাবে বাংলাদেশ। আগামীতে বাংলাদেশের বন্দরগুলো পণ্য ও কন্টেইনার পরিবহনে আঞ্চলিক হাবে পরিণত হবে বলে আশা করেন তিনি।
এফএইচ