সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কামাল হোসাইন পেশায় সাংবাদিক হলেও আপাদমস্তক কবি। তার তূন থেকে কবিতা ফুল হয়ে ফুটে। বাংলার আলপথে হাঁটতে হাঁটতে ডুব দেন কবিতা সায়রে। সুদূরের নায়িকার জন্য বিরহী হয় তার মন। আবার কখনো বা দ্রোহী হয়ে উঠেন। প্রেম আর দ্রোহই তার কবিতার পটভূমি। মগরার শিয়রে শিথান দিয়ে জ্যোৎস্না দেখতে দেখতে হয়ে উঠেন মরমী পাখি। লিখেন জীবন ফুরিয়ে যাওয়ার পঙক্তি।
এ সবকিছু নিয়েই এবারের অমর একুশে বইমেলা ২০২৪-এ প্রকাশিত হয়েছে কামাল হোসাইনের প্রথম কাব্যগ্রন্থ ‘তুমিও সুখের মতো’। বইটি প্রকাশ করেছে বেহুলা বাংলা। বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে মেলার মধ্যবর্তী বড় বটবৃক্ষের পূর্বপাশে ২২৪-২২৫ নম্বর স্টলে। কাব্যগ্রন্থটির প্রচ্ছদ করেছেন দেশের খ্যাতিমান প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ।
প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের অনুভূতি জানাতে গিয়ে কবি কামাল হোসাইন বলেন, কবিতা লেখি নব্বই দশকের শুরু থেকে। জীবনের শূন্যতার পর শূন্যতা সপ্তাকাশের মতো শূন্য লাগে। প্রথম বই অনেকটা প্রথম সন্তানের মতো। তবে একে যতটুকু যত্ন করা দরকার তা আমি পারিনি। নিজের প্রতিই কোনো যত্ন নেই আমার। কাজের সূত্র ধরে অসংখ্য মানুষের কষ্ট খুঁজে বেড়াই।
তিনি আরো বলেন, মানুষের কষ্টের বাতাসে নিজেকে বাঁচিয়ে রাখি আজকাল। অন্যের কষ্টের সঙ্গে নিজেরটা তুলনা করে দেখি আসলে আমার কষ্টও নাই। এই না থাকা থেকেই ভাবি কিছু একটা থাক। শুভানুধ্যায়ীদের পরামর্শে এলোমেলো লেখাগুলোকে মলাটে বন্দি করার সাহস পাই। যেহেতু আমি খুব সাধারণ তাই আমার লেখা অসাধারণ হবে সে চিন্তাও কখনও করিনি। আমার মতো যারা মনের জমিনে দুঃখ চাষ করে তাদের হয়তো লেখাগুলো ভাল লাগতে পারে। সমাজ পরিবর্তনে লেখালেখির চর্চা থাক অনন্তকাল।
জেবি