সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বর্ষায় কমবেশি সবারই চুল পড়ে। মৌসুম পরিবর্তনের সঙ্গে সংক্রমণেরও সম্পর্ক রয়েছে। সেই কারণে বর্ষায় চুল পড়া অনেকটা বেড়ে যায়। আবার এটা নিয়ে সারাক্ষণ চিন্তা করতে থাকলেও কিন্তু বিপদ বাড়বে। চুল পড়া কমাতে অনেকেই রাসায়নিক প্রসাধনীর পেছনে হাজার হাজার টাকা খরচ করেন। তবে বিউটিশিয়ানরা বলছেন, ঘরোয়া পদ্ধতিতেও চুল পড়ার হার কমানো সম্ভব। এক্ষেত্রে কালোজিরা বেশ কার্যকরী। কিন্তু মাথার ত্বকে কালোজিরা ব্যবহারের পদ্ধতি অনেকেরই অজানা। তাই আজকের প্রতিবেদনে চুলের যত্নে কালোজিরার কয়েকটি টিপস দেওয়া হলো:
প্রথমেই কালোজিরার তেলের মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। গোসলের আধা ঘণ্টা আগে এই মিশ্রণ চুলে মেখে রাখুন। তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এতে বর্ষাকালে মাথার ত্বকে কোনো রকম সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকবে না। বরং চুল পড়াও কমবে।
এর জন্য শুকনো খোলায় কালোজিরা হালকা করে ভেজে গুঁড়া করে নিন। মেহেদী পাতার গুঁড়ার সঙ্গে কালোজিরার গুঁড়া মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার সেটা পুরো চুলে ভালোভাবে লাগিয়ে রাখুন। এভাবেই এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। এতে নতুন চুল গজাবে ও অকালপক্বতা রোধ হবে।
একটি পাত্র চুলায় বসিয়ে তাতে আধ কাপ নারকেল তেল ঢেলে গরম করুন। তার মধ্যে এক টেবিল চামচ কালোজিরা মিশিয়ে অল্প আঁচে ফুটিয়ে নিন। খেয়াল রাখবেন, তেলের রং ধীরে ধীরে বদলাতে শুরু করলে গ্যাস বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিন। এরপর সেটি স্বাভাবিক তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করুন। তারপর একটি পরিষ্কার কাচের পাত্রে ঢেলে রাখুন। গোসলের আগে সেই তেল মাথার ত্বকে মেখে রাখুন। ঘণ্টাখানেক পর শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। কয়েক সপ্তাহ পর নিজেই তফাত বুঝতে পারবেন।
এস