সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, কিছু কুলাঙ্গার বঙ্গবন্ধুকে খুন করে দেশকে পিছিয়ে দেয়। কিন্তু বঙ্গবন্ধুর দেশকে থামানো যায়নি এগিয়ে গেছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দেয়ার পর এসব কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধুর হত্যার পেছনের কুশীলবদের খুঁজে বের করতে কমিশন হওয়া উচিৎ। অন্তত এ জন্য যে, মানুষজন যেন তাদেরকে ঘৃণা করতে পারে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়ন করার মাধ্যমেই তার হত্যাকারীদের সঠিক জবাব দেওয়া হবে।
হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডের বিষয়ে বঙ্গবন্ধুকে আগেই জানানো হয়েছিল। কিন্তু তিনি বাঙালিদের বিশ্বাস করেছিলেন।
তিনি বলেন, বিচার বিভাগ সঠিক পথেই কাজ করছে। বঙ্গবন্ধুর যেভাবে বলে গেছেন সেভাবেই কাজ করছে বিচার বিভাগ।
এসময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন। এরপর স্মৃতিস্তম্ভে ফুল দেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও তার অফিসের কর্মকর্তারা।
ফুল দেয়ার পরে অ্যাটর্নি জেনারেল বলেন, যে সমস্ত দেশ গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে তারাও বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দিচ্ছে না অথচ খুনিদের ফেরাতে সর্বোচ্চ আদালতের রায় রয়েছে।
সেই সঙ্গে বঙ্গবন্ধু হত্যার পেছনের মৃত ও জীবিত কুশীলবদের চিহ্নিত করা উচিৎ বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।
আরএ