সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অর্থ কেলেঙ্কারির ঘটনায় করা ৫৮ মামলায় আগাম জামিন চেয়েছেন বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু।
বুধবার (৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করেন তিনি। আবদুল হাই বাচ্চুকে বেসিক ব্যাংক কেলেঙ্কারির মূলহোতা বলা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান।
তিনি বলেন, ৫৮ মামলায় আগাম জামিন চেয়েছেন বাচ্চু। তিনি যে জামিন আবেদন করেছেন আমাকে জানানো হয়েছে। তবে আমরা কপি পাইনি। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই আবেদনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫ জুন আবদুল হাই বাচ্চুর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। পুলিশের বিশেষ শাখায় (এসবি) এ সংক্রান্ত চিঠি পাঠায় দুদক।
এতে বলা হয়, শেখ আবদুল হাই বাচ্চুসহ একাধিক আসামির বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও বেসিক ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ মামলার রেকর্ডে প্রমাণ পাওয়া গেছে।
গোপন সূত্রে খবর পাওয়া যায়, মামলার তদন্তে আসা আসামি শেখ আবদুল হাই বাচ্চু দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন।
তিনি যেন বিদেশ যেতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওই চিঠিতে বিশেষ শাখার পুলিশ সুপারকে অনুরোধ করা হয়।
এদিকে গত ১২ জুন বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ৫৯ মামলার ৫৮টিতে আব্দুল হাই বাচ্চুকে আসামি করে অভিযোগপত্র দেয় দুদক।
এছাড়া ৫৯ মামলায় ১৪৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক। একটি ছাড়া বাকি ৫৮ মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে চার্জশিটভুক্ত আসামি করা হয়।
জেবি