সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো বন্ধে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের সহযোগিতা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করেন সুমন। তার একটি বড় ফলোওয়ার গ্রুপ আছে। এ সংকটময় মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ক্ষেত্রে রাজনীতি ও রাজনীতির বাইরেও লোকজন গুজব ছড়ায় খুব দ্রুত। ডিবিপ্রধান হারুন আর রশীদ তাকে বলেছেন, এটা নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। সেই কাজে ব্যারিস্টার সুমন কীভাবে সহযোগিতা করতে পারেন সেটা ভেবে দেখতে। ডিবি প্রধান হারুন আর রশীদ এসব কথা বলেছেন বলে জানান ব্যারিস্টার সুমন।
বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীর প্রসঙ্গ টেনে ব্যরিস্টার সুমন বলেন, সম্প্রতি বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক প্রোগ্রামের নামে রাস্তাঘাট বন্ধ হয়ে যেতে দেখা যায়। এ ক্ষেত্রে যতটুকু নাগরিকের যে অধিকারটুকু আছে সেটুকু অবশ্যই যেন ওনারা মেনে কাজ করেন।
এ সময় ডিবিপ্রধান হারুন অর রশীদ বলেন, সামাজিক যোগাযোগ-মাধ্যমে পুলিশের বিরুদ্ধে সব জায়গা থেকেই গুজব ছড়ানো হচ্ছে। যারা ইউটিউবার বা ফেসবুকে যারা কথা বলেন তারা এমন কিছু বলবেন না যাতে পুলিশের মনোবল ভেঙে যায়।
মিথ্যা বা মনগড়া তথ্য দিয়ে কাল্পনিক গল্প সাজিয়ে পুলিশ সদস্যদের যেন কেউ মনোবল ভাঙতে না পারে এ ব্যাপারে সাহায্য চেয়েছেন ডিবি প্রধান।