সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুনকে জামিন দেননি হাইকোর্ট। জামিন কেন প্রদান করা হবে না সেই মর্মে ১০ দিনের রুল দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
আসামি পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম সুজন ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ মে রাতে পূর্ব পরিকল্পনা মতে বিজয়ী উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুনের নেতৃত্বে ও নির্দেশে পরাজিত প্রার্থী লিয়াকত আলীর সমর্থক ওছিকুর ভূঁইয়াকে গুলি করে হত্যা করে করে। এই আসামি ১৯ মে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। পরে ৬ সপ্তাহ পরে বিচারিক আদালতে গত ৩০ জুন আত্মসমর্পণ করলে তাকে কারাগারে প্রেরণ করে।
আজ হাইকোর্টে জামিন শুনানি অন্তে হাইকোর্ট অপরাধের গুরুত্ব বিবেচনায় জামিন দেননি। তবে জামিন কেন প্রদান করা হবে না সেই মর্মে ১০ দিনের রুল দিয়েছেন হাইকোর্ট।
এফএইচ