সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কান্দি চার্চে প্রাক বড়দিনের অনুষ্ঠানের খাবার (বিরিয়ানি) খেয়ে শিশুসহ দেড় শতাধিক অসুস্থ হয়েছে। অসুস্থদের মধ্যে মঙ্গলবার সকাল পর্যন্ত ১৮২ জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দুইজনকে গোপালগঞ্জ ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা জানান, সোমবার সন্ধ্যার দিকে মাথা ঘোরা, বমি ও পাতলা পায়খানার উপসর্গ নিয়ে আশা শিশুসহ ১৮২ জনকে কোটালীপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং দুজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে বেশিরভাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং ৯ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনও ভর্তি রয়েছে। খাবারে পয়জন থাকার কারণে এমন ঘটনা ঘটতে পারে বলেও জানান ওই কর্মকর্তা।
অনুষ্ঠানে অংশ গ্রহণকারীদের বরাত দিয়ে কোটালীপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মৃদুল দাস জানান, কান্দি চার্চে প্রাক বড়দিনের প্রার্থনা শেষে দুপুরের খাবার হিসেবে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। প্রত্যেকেই বাড়িতে নিয়ে সেই বিরিয়ানি খাওয়ার পর সন্ধ্যর দিকে অসুস্থ হতে থাকে। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরএ