সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া একটি মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ সংক্রান্ত আদেশ দেন। গাজীপুরের বাসন থানায় দায়ের হওয়া মামলাটি এদিন আমলে গ্রহণ করার দিন ধার্য ছিল।
মাহির আইনজীবী ইশরাত হাসান জানান, মামলা আমলে নেওয়ার প্রয়োজনীয় উপাদান না থাকায় বিচারক চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারকে এ মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছরের ১৭ মার্চ রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
ডিপি/