সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চলতি বছরে 'সার্কেল টু সার্চ' নামে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে তথ্য খোঁজার নতুন সুবিধা যুক্ত করে গুগল। ফোনের যেকোনো কনটেন্ট বা ভিডিওতে সার্কেল দেওয়া, হাইলাইট করা, স্ক্রিবলিং বা ট্যাপ করলে স্বয়ংক্রিয়ভাবে গুগল সার্চের তথ্য প্রদর্শিত হবে। ফলে ফোনে কোনো লেখা পড়া বা ভিডিও দেখার সময় ব্যবহারকারীরা সহজেই সে বিষয়ে খুব সহজেই বিস্তারিত তথ্য জানতে পারেন। তাহলে চলুন সার্কেল টু সার্চ সুবিধা ব্যবহারের কৌশল দেখে নেওয়া যাক:
১. সার্কেল টু সার্চ সুবিধা চালুর জন্য প্রথমেই ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ ইনস্টল করতে হবে।
২. এরপর ফোনের নিচের মাঝখানে কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখলে পর্দার ওপর গুগল শিরোনামে একটি অস্বচ্ছ পপআপ দেখা যাবে।
৩. এবার ব্যবহারকারীরা যেকোনো লেখা বা ভিডিওর নির্দিষ্ট অংশ সার্কেল, হাইলাইট বা ট্যাপ করলেই পপআপে সে বিষয়ে গুগলের প্রাসঙ্গিক ফলাফল দেখা যাবে। এ সুবিধাটি ফোনের হোমস্ক্রিন, ব্রাউজার বা যেকোনো অ্যাপ ব্যবহারের সময় ব্যবহার করা যাবে।
এস