সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। বার্তা আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় অনেকেই এটি নিয়মিত ব্যবহার করেন। তাই ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও নিরাপত্তা ব্যবস্থা আরও ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবার ইন্টারফেসে আরেকটি পরিবর্তনের পরিকল্পনা করছে হোয়াটসঅ্যাপ।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, হোয়াটসঅ্যাপ ইন্টারফেসে আরেকটি পরিবর্তনের পরিকল্পনা করছে। মূলত বিজনেস এবং চ্যানেলগুলোর জন্য এই নতুন ফিচার। যেখানে ভেরিফায়েড সিস্টেমের সবুজ ব্যাজটি পরিবর্তন করে সেটিকে নীল চেকমার্ক দেওয়া হবে।
ওয়েবিটাইনফোর এর প্রতিবেদন অনুযায়ী, মেসেজিং অ্যাপ চ্যানেল ও ব্যবসা যাচাইয়ের জন্য সবুজের পরিবর্তে নীল চেকমার্ক প্রতিস্থাপন করা হবে। এর ফলে ব্যবহারকারীর আস্থা আরও বাড়বে। নীল চেকমার্কের কারণে ভেরিফায়েড ব্যবসা ও চ্যানেলের সঙ্গে নিরাপদ যোগাযোগ বা যেকোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে।
এছাড়া ব্যবহারকারীরা সহজেই ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো শনাক্ত করতে এবং পরিচিতি বাড়াতে পারবে। তবে এই ফিচারটি আপাতত হোয়াটসঅ্যাপের আইওএসে দেখা যাচ্ছে। খুব শিগগিরই অ্যান্ড্রয়েড ভার্সনেও আসতে পারে বলে জানা গেছে।
এস