সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গুগলের পর বিশ্বের দ্বিতীয় সব থেকে জনপ্রিয় অনলাইন সার্চ ইঞ্জিন ইউটিউব। বর্তমান সময়ে এর ব্যবহার প্রচুর পরিমাণে করা হয়। যেখানে সবাই ভিডিওর মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান পেয়ে থাকেন। প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের সুবিধায় একের পর এক নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার নির্মাতাদের মানসম্মত ভিডিও তৈরিতে সহায়তা করতে গুগলের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট ‘জেমিনি’ যুক্ত করছে ইউটিউব।
নতুন এই সুবিধা চালু হলে ভালো মানের ভিডিও তৈরির দিকনির্দেশনা পাওয়ার পাশাপাশি কোন কোন বিষয়ের ভিডিও জনপ্রিয় হবে তা জানা যাবে। শুধু তা–ই নয়, ভিডিওর জন্য যথাযথ টাইটেল ও থাম্বনেইলও নির্বাচন করা যাবে। ফলে ব্যবহারকারীরা এআই প্রযুক্তির পরামর্শ নিয়ে সহজেই ইউটিউবের জন্য ভালো মানের ভিডিও তৈরি করতে পারবেন।
ইউটিউবের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিকভাবে এ সুবিধা খুবই সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। ফলে সুনির্দিষ্ট কয়েকজন নির্মাতা জেমিনি টুল ব্যবহারের সুযোগ পাবেন। তাদের মতামতের ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।
জানা গেছে, নতুন এ সুবিধা চালু হলে অন্যান্য ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের তুলনায় বেশ এগিয়ে যাবে ইউটিউব। কারণ, বর্তমানে অন্য কোনো ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওর বিষয় নির্বাচনসহ যথাযথ থাম্বনেইল ও টাইটেল তৈরির পরামর্শ পাওয়া যায় না। আর তাই এ সুবিধা চালু হলে ইউটিউবে সহজেই ভালোমানের ভিডিও তৈরির সুযোগ পাবেন নির্মাতারা। শুধু তাই নয়, মানসম্মত ও জনপ্রিয় ভিডিওর সংখ্যাও বাড়বে।
ইউটিউবের তথ্যমতে, ইউটিউব স্টুডিওতে যুক্ত করা হবে জেমিনি এআই টুল। ইউটিউব স্টুডিওতে প্রবেশ করে সার্চ বারে ‘ভিডিও আইডিয়া’ লিখে সার্চ করলে দুটি অপশন পাওয়া যাবে। এরপর ‘ব্রেনস্টর্ম উইথ জেমিনি’ অপশনে ক্লিক করে সহজেই জেমিনি এআই চ্যাটবটের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নেওয়া যাবে।
এস