সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বর্তমান সময়ের জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম হচ্ছে টিকটক। অনেকেই এখান থেকে বিভিন্ন কনটেন্ট উপভোগ করেন। বিশ্বে এর শতকোটির বেশি ব্যবহারকারী রয়েছেন। এর মধ্যে ১৩ বছরের কম বয়সী শিশুও রয়েছে। সম্প্রতি অভিভাবকদের অনুমতি ছাড়া শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে টিকটকের বিরুদ্ধে।
এই অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ‘চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রটেকশন অ্যাক্ট (সিওপিপিএ)’ আইন লঙ্ঘনের দায়ে টিকটকের বিরুদ্ধে মামলা করেছে।
বর্তমানে বয়সের বিধিনিষেধ থাকলেও ১৩ বছরের কম বয়সী শিশুরা ‘কিডস’ মোডের মাধ্যমে টিকটকে প্রবেশ করতে পারে। শুধু তা–ই নয়, তাদের নিরাপত্তায় অ্যাকাউন্ট খোলার জন্য অভিভাবকদের সম্মতিও দিতে হয়।
কিন্তু, সম্প্রতি জানা যায়, অভিভাবকদের অজান্তেই কিডস মোড ব্যবহারকারী শিশুদের তথ্য সংগ্রহ করছে টিকটক। পাশাপাশি অ্যাকাউন্ট খোলার জন্য অভিভাবকের কাছে সম্মতির যে শর্ত রয়েছে, সেটি পূরণ না করে শিশুদের ব্যবহৃত যন্ত্রের আইপি ঠিকানাও সংগ্রহ করছে টিকটক কর্তৃপক্ষ। যার মাধ্যমে তাদের গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছে।
দেশটির বিচার বিভাগ উল্লেখ করেছে, টিকটকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে শিশুদের বয়স যাচাইপদ্ধতিতেও ত্রুটি রয়েছে। সাধারণত ১৩ বছরের নিচে বয়স হলে ইনস্টাগ্রাম বা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট খুলতে হয়। কিন্তু এটির ‘এজ আননোন’ সুবিধা কাজে লাগিয়ে ১৩ বছরের কম বয়সী অনেক শিশু টিকটক অ্যাকাউন্ট খুলেছে।
এরই মধ্যে টিকটক নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি বিল পাস হয়েছে। এ ছাড়া চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান টিকটক গোপনে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য চীনে পাঠায় বলেও অভিযোগ করেছে দেশটি।
এস