সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বর্তমানে প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করেন। কলিং, চ্যাটিং বা গেমিং ছাড়াও এখন স্মার্টফোন ব্যাংকিং, ব্যক্তিগত ও পেশাগত কাজেও ব্যবহৃত হয়। স্মার্টফানের এই মাত্রাতিরিক্ত ব্যবহারের সঙ্গে হ্যাকিংয়ের ঝুঁকিও বাড়ছে।
এই হামলার শিকার হয়ে বহু মানুষ সর্বস্বান্ত হচ্ছেন। তাতে আতঙ্কও ক্রমশ বাড়ছে। আর এমন পরিস্থিতিতে এবার সামনে এলো এক নতুন ধরনের অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার। যার আক্রমণে মুহূর্তেই ফোনের সবকিছু হারাতে পারেন। ‘বিঙ্গোমোড’ নামের সেই সফটওয়্যার অ্যান্টি-ফ্রড সিস্টেমকে ‘ সহজেই বোকা’ বানাতে পারে। এই ম্যালওয়্যারের সবচেয়ে বড় ফাঁদ হলো ‘অ্যান্টিভাইরাসে’র ছদ্মবেশ।
জানা গেছে, গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যেই এভিজি অ্যান্টিভাইরাস ডাউনলোড করা যায়। অনেক সময় ‘বিঙ্গোমোড ’ এই ধরনের অ্যান্টিভাইরাস সেজে ইউজারদের আকর্ষণ করে। আর তারা সেই ফাঁদে পা দিয়ে সেটি ইনস্টল করতে গেলেই বিপদে পড়ছে।
এটি চালুর জন্য প্রথমেই অ্যান্ড্রয়েডের অ্যাক্সেসিবিলিটি সার্ভিসের পারমিশন চাওয়া হয়। আর একবার তা দিয়ে দিলেই ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণই প্রায় চলে যায় হ্যাকারদের কাছে। ফলে দ্রুত সব ধরনের লগইন ক্রিডেনশিয়ালস হাতিয়ে নিতে পারে। অর্থাৎ নেট ব্যাংকিংয়ের সমস্ত তথ্য চলে যাবে তাদের কাছে। আর শুধু একটি ফোনই নয়। ওই ফোন থেকে ভুয়া টেক্সট মেসেজ পাঠিয়ে অন্য ফোনকে আক্রান্ত করতে পারে হ্যাকাররা। আর এক্ষেত্রে অ্যান্টি ভাইরাস থাকলেও লাভ নেই। সেটিও ‘রিমুভ’ করার ক্ষমতা রাখে তারা।
বিশেষজ্ঞরা বলছেন, ‘বিঙ্গোমোড’ এখনো প্রাথমিক স্তরে রয়েছে। আগামীদিনে হ্যাকাররা একে আরো শক্তিশালী করে আক্রমণ করতে পারে। কাজেই এই ধরনের বিপদ থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে।
এস