সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে এক তরুণীর সঙ্গে ফেসবুকে সম্পর্ক গড়েন আকাশ রহমান (২৫) নামের এক যুবক। পরে সরাসরি সাক্ষাত করতে গিয়ে কথা বলার বাহানায় ওই তরুণীর স্মার্টফোন নিয়ে উধাও হয়ে যান তিনি। এ ঘটনায় ওই তরুণী থানায় মামলা দায়ের করেন।
সোমবার (৪ নভেম্বর) সকালে নেত্রকোনা মডেল থানা পুলিশ প্রতারক আকাশকে জেলা শহরের সাতপাই থেকে গ্রেপ্তার করেছে। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার মো. আকাশ রহমান জেলার পূর্বধলা উপজেলার মানিকধীর গ্রামের (শ্যামগঞ্জের পাশে) মো. আব্দুল হেলিমের ছেলে। আর ভুক্তভোগী তরুণীর বাড়ি জেলার দুর্গাপুর উপজেলায়।
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ, মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেনা কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন আকাশ। তবে ফেসবুকে নিজেকে সেনা কর্মকর্তা অভি চৌধুরী হিসেবে পরিচয় দেন তিনি। দীর্ঘদিন কথা বলার পর গত ২৭ অক্টোবর জেলা সদরের নেত্রকোনা- মোহনগঞ্জগ সড়কে একটি রেস্টুরেন্টে তারা সাক্ষাৎ করেন। এক পর্যায়ে নিজের মোবাইলে টাকা শেষ হয়ে গেছে বলে ওই তরুণীর স্মার্টফোন চেয়ে নেন আকাশ। পরে নানা বাহানায় স্মার্টফোন নিয়ে উধাও হয়ে যায়। বিষয়টি পরিবারকে জানালে ওই তরুণীর বাবা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় রোববার মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযুক্তকে ধরতে অভিযানে নামে পুলিশ। শেষে সোমবার সকালে শহরের সাতপাই এলাকা থেকে আকাশকে গ্রেপ্তার করা হয়। এসময় প্রতারণা করে নিয়ে যাওয়া ওই তরুণীর স্মার্টফোনটি উদ্ধার করা হয়।
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, গ্রেপ্তারের পর দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এফএইচ