সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
তাৎক্ষণিক বার্তা আদান–প্রদানের জনপ্রিয় অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ। এতে বার্তা আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় অনেকেই নিয়মিত ব্যবহার করেন। ব্যক্তিগত কথোপকথন বা চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটও করা যায় এখানে। অনেক সময় গ্রুপের সদস্যদের গুরুত্বপূর্ণ আলোচনা করার প্রয়োজন হলে, গ্রুপ কলে সংক্ষিপ্ত সভা করে থাকেন ব্যবহারকারীরা। তাই ব্যবহারকারীদের কাছে নিজের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলতে প্রতিনিয়ত নিজেকে আপডেট করছে। সেই ধারাবাহিকতায় এবার হোয়াটসঅ্যাপ গ্রুপে ইভেন্ট সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ।
নতুন এ সুবিধার ফলে খুব সহজে হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্যদের আগাম সভার বিষয় ও তারিখ জানানো যাবে। এর আগে এই সুবিধা শুধু হোয়াটসঅ্যাপ কমিউনিটিজে ব্যবহার করা যেত। এখন নতুন হালনাগাদে গ্রুপ চ্যাটেও সুবিধাটি পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ আ বেটা ইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এবার নতুন সুবিধাটি ব্যবহারের পদ্ধতি জেনে নেওয়া যাক:
১. প্রথমেই গ্রুপ চ্যাটের পেপার ক্লিপ আইকনে ট্যাপ করতে হবে।
২. তারপর সেখানে থাকা ইভেন্ট অপশনে ক্লিক করে সুবিধাটি চালু করুন।
৩. এরপর পরবর্তী পেজে ইভেন্টের নাম, বর্ণনা, তারিখ ও সময় নির্বাচন করতে হবে।
৪. এবার লোকেশন দিতে হবে।
৫. আবার হোয়াটসঅ্যাপ কল লিংকযুক্ত করতে চাইলে কল লিংকের পাশের টগলটি চালু করতে হবে।
৬. এরপর হোয়াটসঅ্যাপ কল অডিও নাকি ভিডিও হবে, তা নির্ধারণ করতে হবে।
৭. সবশেষে নিচে থাকা সেন্ড আইকনে ট্যাপ করলে ইভেন্ট তৈরি হয়ে যাবে।
৮. এখন গ্রুপের অন্য সদস্যরা ইভেন্টের একটি মেসেজ বক্স দেখতে পারবেন।
৯. পরবর্তী সময়ে ইভেন্ট সম্পাদনাও করা যাবে।
১০. এবার সদস্যরা ইভেন্টে যুক্ত হতে চাইলে অ্যাকসেপ্ট নির্বাচন করতে পারবেন।
১১. যারা ইভেন্টে অংশ নেওয়ার জন্য অ্যাকসেপ্ট নির্বাচন করেছেন, তার তালিকাও দেখা যাবে।
সুবিধাটি ধারাবাহিকভাবে সব ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে। এটি পেতে হালনাগাদ করা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। এর গ্রুপ চ্যাটের ইভেন্টের অডিও বা ভিডিও কলও এন্ড টু এন্ড এনক্রিপটেড থাকবে।
এস