সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন। এখানে একে অপরের সঙ্গে আলোচনার পাশাপাশি, বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিও পাওয়া যায়। ফলে সহজেই পছন্দের চাকরির সন্ধান মেলে। তাই অনেকেই নিজেদের তথ্য বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের নজরে আনতে লিংকডইন পোস্টে তাদের নাম মেনশন করেন। এতে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়।
তবে আপনি চাইলেই লিংকডইনে নিজেদের নাম মেনশন করার সুবিধা বন্ধ রাখতে পারেন। চলুন সুবিধাটি বন্ধের পদ্ধতি জেনে নেওয়া যাক:
১. সুবিধাটি বন্ধের জন্য প্রথমেই স্মার্টফোন থেকে লিংকডইনে প্রবেশ করতে হবে।
২. এরপর ওপরের বাম দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করে প্রদর্শিত সেটিংস অপশন ক্লিক করুন।
৩. এবার সেখান থেকে ‘ভিজিবলিটি’ অপশন নির্বাচন করতে হবে।
৪. তারপর স্ক্রল করে ‘ভিজিবিলিটি অব ইউর লিংকডইন অ্যাকটিভিটি’–এর নিচে থাকা ‘মেনশন অর ট্যাগস অপশন’ ক্লিক করুন।
৫. এবার পরের পৃষ্ঠায় ‘অ্যালাউ মেনশন’–এর পাশে থাকা টগলটি বন্ধ করলেই অন্যরা লিংকডইনে মেনশন করতে পারবে না।