সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সুইডেন সফরে গেছেন। শনিবার (১৯ আগস্ট) তিনি এ সফরে যান।
সুইডেনের জাতীয় সম্প্রচার মাধ্যম এ খবর প্রকাশ করেছে। খবর: আনাদোলু এজেন্সির।
এসভিটি জানায়, জেলেনস্কির সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী ওলেনা জেলেনস্কাও রয়েছেন। সফরকালে জেলেনস্কি সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন, সংসদের স্পিকার আন্দ্রেয়াস নরলেন, সশস্ত্র বাহিনীর প্রধান ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
এসভিটি আরও জানায়, ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের সদস্যপ্রাপ্তি ও জেলেনস্কির নেতৃত্বের সুরক্ষায় সুইডেনের সমর্থনকে কেন্দ্র করে এসব বৈঠক অনুষ্ঠিত হবে।
এ সপ্তাহের শুরুতে দেশটির সরকার ইউক্রেনের জন্য ১৩তম সহায়তা প্যাকেজ প্রস্তাব করেছে। যার ব্যয় ধরা হয়েছে ৩১০ মিলিয়ন ডলার। সুইডেন এ পর্যন্ত ইউক্রেনকে প্রায় ১৭ বিলিয়ন ডলার মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে সহায়তা করেছে।
জেলেনস্কি বলেন, প্রায় ১৮ মাস আগে ক্রেমলিনে পূর্ণ মাত্রায় আক্রমণের মধ্যে ইউক্রেনকে সমর্থন করার জন্য তাদের ধন্যবাদ জানাবো।
সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রী পাল জনসন গত সপ্তাহে বলেন, তার দেশ ইউক্রেনের জন্য নতুন ৩১৫.৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তা প্যাকেজ পরিকল্পনা করছে। যার মধ্যে মূলত গোলাবারুদ এবং আগে সরবরাহ করা অস্ত্র সিস্টেমের খুচরা যন্ত্রাংশ রয়েছে।
জেডএ