সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বোমা হামলার হুমকি পেয়ে নিরাপত্তাজনিত কারণে খালি করা হয়েছে ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ার। আজ (শনিবার) স্থানীয় সময় দুপুরের পর আইফেল টাওয়ারের নিচের তিনটি তলা থেকে দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়।
শনিবার (১২ আগস্ট) দেশটির সবচেয়ে প্রতীকী দর্শনীয় এই স্থাপনায় বোমা হামলার হুমকি দেওয়া হয় বলে জানা গেছে। খবর: রয়টার্সের।
স্থাপনাটি পরিচালনাকারী সংস্থা এসইটিই বলেছে, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পাশাপাশি পুলিশ এক তলায় অবস্থিত একটি রেস্তোঁরাসহ পুরো এলাকাটি তল্লাশি করেছে।
প্রসঙ্গত, বিখ্যাত এই টাওয়ারটির নির্মাণ কাজ ১৮৮৭ সালের জানুয়ারিতে শুরু হয় এবং ৩১ মার্চ, ১৮৮৯ সালে তা শেষ হয়। ১৮৯৯ সালের বিশ্ব মেলার সময় স্থাপনাটি দেখতে যায় ২০ লাখ মানুষ। ২০২২ সালে শুধু আইফেল টাওয়ার দেখতে প্রায় ৬২ লাখ দর্শনার্থী গিয়েছিল।
জেডএ