সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় খানুন। শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় খানুন আঘাত হানার আগে জনগণকে সতর্ক করেছেন দেশটির আবহাওয়া কর্মকর্তারা।
মঙ্গলবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। ঘূর্ণিঝড়টি বুধবার (৯ আগস্ট) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু অঞ্চলের কাছে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাপানের আবহাওয়া সংস্থার কর্মকর্তারা বলছেন, খানুন কাগোশিমা প্রিফেকচারের ইয়াকুশিমা দ্বীপের ওপর দিয়ে ধীরে ধীরে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি হতে পারে বলে মনে করছে কর্মকর্তারা।
এদিকে জাপানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের প্রভাবে ইতোমধ্যে মঙ্গলবার সকাল পর্যন্ত কিউশুর দক্ষিণাঞ্চল এবং আমামি অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। শুক্রবার পর্যন্ত পশ্চিম ও পূর্ব জাপানের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রেকর্ড-ব্রেকিং বৃষ্টিপাত হতে পারে।
কাগোশিমা জেলার আমামি অঞ্চলসহ অন্যান্য এলাকা এই ঝড়ের কবলে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া কর্মকর্তারা ঝড়ের প্রভাবে তীব্র বাতাস, ভূমিধস, বন্যা ও নিচু এলাকায় অবস্থানরত মানুষকে উচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়াও জনগণকে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে আবহাওয়া অফিস বলছে, দেশের প্রধান দ্বীপ হোনশুর দক্ষিণে আরেকটি গ্রীষ্মমন্ডলীয় ঝড় তৈরি হয়েছে।
জেডএ