সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি ইসরায়েলি মিসাইল হামলায় অন্তত চার সিরীয় সেনা নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, এ ঘটনায় আরও চার জন আহত হয়েছেন। খবর আল জাজিরা’র।
একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, সোমবার রাতের প্রথম প্রহরে এই হামলার ঘটনা ঘটে। সেখানে বলা হয়, রোববার রাত ২টা ২০ মিনিটে অধিকৃত গোলান মালভূমি থেকে ইসরায়েলি শত্রুরা দামেস্কের আশপাশে এই হামলা চালায়।
খবরে বলা হয়েছে, এই হামলায় চার সেনা নিহত এবং চার জন আহত হয়েছেন। সানা আরও জানিয়েছে, ওই হামলায় ‘কিছু জিনিস ক্ষতিগ্রস্ত’ হয়েছে। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ইসরায়েলি মিসাইল ভূপাতিত করেছে।
এদিকে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল। বহু বছর ধরেই ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, দেশটিতে ইরানপন্থি বিভিন্ন গোষ্ঠীকে টার্গেট করে হামলা চালায় ইসরায়েল।
এইউ