সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারতীয় ভিসা না পেয়ে দেশটির যোধপুরের এক যুবককে অনলাইনে বিয়ে করেছেন পাকিস্তানি তরুণী। গত বুধবার এই ভার্চ্যুয়াল বিয়ে হয়।
পাত্রীর নাম আমেনা। তিনি পাকিস্তানের করাচি শহরের বাসিন্দা। তার ভারতীয় পাত্রের নাম আরবাজ খান। তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়, আরবাজকে বিয়ের জন্য ভারতে আসতে চেয়েছিলেন আমেনা। এ জন্য তিনি ভারতীয় ভিসা পাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি ভারতীয় ভিসা পেতে ব্যর্থ হন। ভিসা না পাওয়ায় তিনি তার ভারতীয় বাগদত্তা আরবাজকে ভার্চ্যুয়ালি বিয়ে করার সিদ্ধান্ত নেন।
বিয়ের পর পাত্র আরবাজ বলেন, তিনি পাকিস্তানে গিয়ে বিয়ে করেননি। কারণ, পাকিস্তানে এই বিয়ে স্বীকৃতি পেত না। ফলে ভারতে এসে তাদের আবার বিয়ে করতে হতো। আমেনা এখন ভারতীয় ভিসার জন্য আবেদন করবেন।
বিয়ের জন্য বুধবার তিনি, তার পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব যোধপুরের একটি কমিউনিটি সেন্টারে যান। কমিউনিটি সেন্টারে দুজনের মধ্যে ভার্চ্যুয়ালি বিয়ে হয়। আরবাজ বিয়ের সব আনুষ্ঠানিকতা সেখানে পালন করেন। এমনকি পরিবারটি কমিউনিটি সেন্টারে বিয়ের উৎসবও করে।
আরবাজ আরও বলেন, তাদের পরিবারের সদস্যরাই এ বিয়ের আয়োজন করেন। অনলাইনে বিয়ে করার কারণ হলো- এখন ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না।
জেডএ