সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান গ্রেপ্তারের আগে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়ে গেছেন। আগে রেকর্ড করে রাখা বার্তাটি তার গ্রেপ্তারের পর প্রকাশ করা হয়।
শনিবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয় সেই ভিডিও বার্তা।
বার্তায় ইমরান বলেছেন, আমার গ্রেপ্তার প্রত্যাশিত এবং আমি আমার গ্রেপ্তারের আগেই এই বার্তাটি রেকর্ড করেছি। আমি চাই আমার দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ, শক্ত ও অবিচল অবস্থায় থাকবে।
আজ (শনিবার) ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর লাহোরের জামান পার্কের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটিতে ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছিল, রাষ্ট্রীয় পদে থাকার সময় পাওয়া উপহার বিক্রি করে তিনি যে লাভ করেছেন, সেই বিষয়ে তিনি বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
যদিও ইমরান এসব অভিযোগ অস্বীকার করেছেন।
সূত্র: এনডিটিভি
জেডএ