দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যুদ্ধবিরতি আলোচনা ভেঙে যাওয়ার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ভয়াবহ এ হামলায় ১১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) সকালে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। গণমাধ্যমটি জানিয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় অনেক ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। চলতি বছর হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর গাজায় এটিই ইসরাইলের সবচেয়ে বড় হামলা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা সিটিতেই ইসরায়েলি বিমান হামলায় ২০ জন নিহত এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও হামলা শুরু হয়েছে। এ হামলা জোরদার করা হবে।
কে