সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে পুরো দেশ উত্তাল। দেশের বিভিন্ন স্থানে চলছে ব্যাপক সংঘর্ষ। এমন পরিস্থিতিতে বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের ‘সতর্ক’ থাকতে নির্দেশনা জারি করেছে বাংলাদেশের ভারতীয় দূতাবাস।
রোববার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সামাজিক মাধ্যম এক্স-এর এক পোস্টে ভারতের সহকারী হাইকমিশন (এএইচসিআই) ‘ভারতীয় সহকারী হাইকমিশন, সিলেটের এখতিয়ারে বসবাসকারী শিক্ষার্থীসহ সব ভারতীয় নাগরিকের এই অফিসের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এএইচসিআই হলো সিলেটে ভারত সরকারের একটি প্রতিনিধি অফিস। এটি তার কনস্যুলার এখতিয়ারে (সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলা) ভিসা দেয়াসহ ভারতীয় নাগরিকদের বিভিন্ন সেবা দিয়ে থাকে।
এফএইচ