সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যুক্তরাষ্ট্রের সাথে জাপান ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার শেষ হতে না হতেই দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।
সংবাদ মাধ্যম ডয়েচভেলে এক প্রতিবেদনে জানায়, সিউলের কর্তৃপক্ষের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, সোমবার (১ জুলাই) দক্ষিণ হোয়াংহাই প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র প্রায় ৬০০ কিলোমিটার এবং দ্বিতীয়টি প্রায় ১২০ কিলোমিটার উড়ে যায়।
ওই প্রতিবেদনে প্রকাশ, দক্ষিণ কোরিয়ার একজন সামরিক মুখপাত্র এক সংবাদ সম্মেলনে বলেছেন, "দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী একটি শক্তিশালী দক্ষিণ কোরিয়া-মার্কিন যৌথ প্রতিরক্ষা ভঙ্গির অধীনে উত্তর কোরিয়ার বিভিন্ন কর্মকাণ্ড ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার সাথে সাথে যেকোনো উসকানিতে অপ্রতিরোধ্যভাবে প্রতিক্রিয়া জানাতে তার ক্ষমতা এবং ভঙ্গি বজায় রাখবে"।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, সামরিক বাহিনী দুটি ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করেছে। প্রথম ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় ভোর ৫টা ৫ মিনিটে উৎক্ষেপণ করা হয়। এর প্রায় ১০ মিনিট পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।
তবে ক্ষেপণাস্ত্রগুলো কোথায় পড়েছে, তা জানাতে পারেনি দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এ ছাড়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কিম প্রশাসন।
পিয়ংইয়ং-এর রাষ্ট্র নিয়ন্ত্রিত কেচিএনএ (KCNA) সংবাদ সংস্থা একটি "নতুন গুরুত্বপূর্ণ প্রযুক্তির" সফল পরীক্ষার কথা বলেছে।
এমএ