সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ইরান ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর নানা চড়াই উতরাই পেরিয়ে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ হয়ে ওঠে। নিজ দেশের গণ্ডি পেরিয়ে তাদের প্রভাব ছড়িয়েছে সিরিয়া, লেবানন, ইয়েমেনসহ আরব ভুখণ্ডের আরও অনেক দেশে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর তাদের সে প্রভাব কমবে কিনা এমন প্রশ্ন উঠছে।
বিশ্লেষকরা বলছেন, ইরানের সর্বময় ক্ষমতার অধিকারী খামেনি হওয়ায় প্রেসিডেন্টের মৃত্যুতে খুব বেশি প্রভাব পড়বেনা তাদের রাজনীতিতে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরানসহ বিশ্বের অনেক দেশেই শোক পালিত হয়েছে, সমবেদনা জানিয়েছেন বাংলাদেশসহ বিশ্ব নেতারা। এরই মধ্যে অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মোখবার। কট্ররপন্থী হিসেবে পরিচিত রাইসির মৃত্যুর পর আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থার পরিবর্তন হবে কিনা সে প্রশ্ন উঠছে। ২০২১ সালে দায়িত্ব নেওয়ার পর অর্থনীতিতে ইরানকে অনেকটাই সাবলম্বী করে তুলেছিলেন রাইসি। পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজেদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মিত্রতা বাড়ায় চীন, রাশিয়া ও পশ্চিমা বিরোধী দেশগুলোর সঙ্গে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রভাব কমানোর জন্য নিজেদের অর্থায়নে গড়ে তুলেছেন একাধিক সশস্ত্র গ্রুপ। যার মধ্যে অন্যতম লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাকের কাতায়েব হিজবুল্লাহ।
হামাস-ইসরাইল যুদ্ধে হামাসকে সহযোগিতা করে প্রশংসা কুড়িয়েছে মুসলিম বিশ্বেরও। বিশ্বের অনেক মুসলিম দেশ বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো যখন হামাসের পাশে শক্তভাবে দাড়াচ্ছেনা তখন আন্তর্জাতিক হামাসকে এককভাবে সমর্থন করে যাচ্ছে ইরান।
দীর্ঘদিন থেকে ইসরাইলের সঙ্গে ইরান তার সমর্থিত মিলিশিয়া গ্রুপগুলোর মাধ্যমে প্রক্সি যুদ্ধ চালিয়ে আসলেও গেলো এপ্রিলে সরাসরি হামলা ইসরাইল ভূখণ্ডে চালায় দেশটি। নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে নিজেদের সমর ভাণ্ডার সমৃদ্ধ করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতি। ব্যাপক সক্ষমতা দেখিয়েছে ড্রোন ও ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রাইসুল ইসলামের মতে, রাইসির শাসনামলে ইরান অর্থনীতিতে ব্যাপক উন্নতি লাভ করেছে। বিশেষ করে সৌদি আরবসহ বিশ্বের অনেক দেশের সাথে বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধি করেছেন।
আন্তর্জাতিক বিশ্লেষক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ মনে করেন- প্রেসিডেন্টের মৃত্যুতে মধ্যপ্রাচ্যে নীতিতে খুব বেশি পরিবর্তন হবেনা। কারণ, দেশটির পররাষ্ট্রনীতি, যুদ্ধ ও অভ্যন্তরীণ বিষয়গুলো দেখভাল করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
সর্বোচ্চ নেতার আস্থাভাজন হিসেবে দেশ শাসন করা প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর আকস্মিক মৃত্যুতে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি বড় ধাক্কা। এখন দেখার বিষয় সর্বোচ্চ নেতা কিভাবে সেটা মোকাবেলা করেন।
কে