সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝআকাশে এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে। এতে সৃষ্ট প্রচণ্ড ঝাঁকুনিতে এক যাত্রীর মৃত্যু হয়েছে, এসময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল সোমবার (২১ মে) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছিল এসকিউ৩২১ বোয়িং বিমানটি। ফ্লাইটটিতে ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিলেন।
বিমানসংস্থাটি আরও জানায়, মাঝ আকাশেই ‘এয়ার টার্বুল্যান্সের’ মধ্যে পড়ে বিমানটি। প্রবল ঝাঁকুনির কারণে বিমানের যাত্রীরা আহত হন। যাদের সিটবেল্ট বাঁধা ছিল না, তারা এদিক সেদিক ছিটকে পড়েন। এসময় এক যাত্রীর মৃত্যু হয়, আহত হন অন্তত ৩০ জন।
এই পরিস্থিতিতে স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে বিমানটিকে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
প্রসঙ্গত, এয়ার টার্বুলেন্স হল বায়ুর এক প্রকার অনিয়মিত প্রবাহ, যার ফলে হঠাৎই বিমানে এক বা একাধিক মারাত্মক ঝাঁকুনি অনুভূত পারে। কোনো প্রকার সংকেত ছাড়াই এমনটা হয়। বায়ুর চাপ খুব বেশি থাকলেও বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বিমানের কাঠামোগত ক্ষতিও হতে পারে।
সব থেকে বড় সমস্যার হল, আগে থেকে এনিয়ে কোনো বার্তা পাওয়া যায় না। ফলে পাইলটদের কাছে এ ধরনের ঘটনা বেশ অপ্রত্যাশিত। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের সমস্যা বজ্রপাতের সময় দেখা যায়। তবে বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে এই টার্বুলেন্সের পরিমাণ বেড়েই চলেছে।
ডিপি/