সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে পর পর ৩টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (৭ অক্টোবর) আধা ঘণ্টার মধ্যে তিনবার কেঁপে ওঠে আফগানিস্তান। এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।
৩টি ভূমিকম্পের তৃতীয়টি ছিল সবচেয়ে শক্তিশালী। ১২টা ৪২ মিনিটে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.২। এর আগে ১২টা ১১ মিনিটে ৬.১ ও ১২টা ১৯ মিনিটে ৫.৬ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে।
ওই ভূমিকম্পগুলোর উৎপত্তি ছিল হেরাত শহরের ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে। এদিকে শক্তিশালী এই ভূমিকম্পের ঘটনায় এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার নেপালে চারটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্প ভারতের উত্তরাঞ্চলেও অনুভূত হয়।
প্রসঙ্গত, ভারতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। এই বৈশ্বিক ইভেন্ট চলাকালেই ভারতের প্রতিবেশী দেশে শক্তিশালী ভূমিকম্প হলো। আজকের খেলায় ধর্মশালায় আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
এইউ