সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
হিজাব না পরায় ইরানে ১৬ বছর বয়সী আরমিতা গারাওয়ান্দ নামের এক স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ইরানের নীতিপুলিশের বিরুদ্ধে। কুর্দিভিত্তিক মানবাধিকার সংগঠন হেনগাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তেহরানের একটি মেট্রো স্টেশনে আরমিতাকে নীতি পুলিশের নারী কর্মকর্তারা নির্যাতন করেন।
বিমান বাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন ওই স্কুলছাত্রী এখন কোমায় রয়েছে। খবর: ডয়েচে ভেলের।
এই ঘটনাকে গত বছর পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর সঙ্গে তুলনা করছেন অনেকে। সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী, রোববার শোহাদা আন্ডারগ্রাউন্ড স্টেশনে ওই কিশোরীকে নির্যাতন করে নীতিপুলিশের সদস্যরা৷ এ সময় সে গুরুতরভাবে আহত হয়। কঠোর নিরাপত্তায় তাকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে। মারিয়াম লতফি নামে স্থানীয় এক নারী সাংবাদিক গারাওয়ান্দকে দেখতে যেতে চাইলে কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বন্দি করে রাখে বলে জানিয়েছে হেনগাও।
তারা আরও জানায়, কুর্দি অধ্যুষিত পশ্চিম ইরানের কেরমানশাহ থেকে আসা গারাওয়ান্দ তেহরানে বসবাস করতো। এদিকে গারাওয়ান্দের সঙ্গে সেদিন কোনো সংঘাতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে তেহরানের মেট্রোর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ দোরস্তি।
গত বছরের সেপ্টেম্বরে ২২ বছর বয়সি মাহসা আমিনি নীতিপুলিশের হাতে বন্দি অবস্থায় মৃত্যুবরণ করেন৷ যথাযথভাবে হিজাব না পরায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার মৃত্যুর পর ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়৷ সেই বিক্ষোভ বিশ্বের অনেক দেশেই ছড়িয়ে পড়েছিল তখন।
জেডএ