সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারতের জলন্ধর জেলায় কানপুর গ্রামে বাসা পরিবর্তনের সময় নিখোঁজ তিন শিশুকন্যার লাশ একটি ট্রাংকে পান তাদের বাবা।
সোমবার (২ অক্টোবর) এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এক পুলিশ কর্মকর্তা জানান, রোববার কাজ থেকে ফেরার পর মা-বাবা তিন মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না। এ ঘটনায় একই দিন রাতে জলন্ধরের মাকসুদন থানায় জিডি করেন।
অভিবাসী ওই শ্রমিকের পরিবারে পাঁচটি সন্তান রয়েছে। তাদের মধ্যে নিহত তিন মেয়ে হলো- কাঞ্চন (৪), শক্তি (৭) এবং অমৃতা (৯)। মৃত্যুর কারণ জানতে মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, মেয়েদের বাবার মদ্যপানের বদ অভ্যাস ছিল। এ কারণে তিনি কিছুদিন আগে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ পেয়েছিলেন।
আজ সোমবার তিনি যখন গৃহস্থালির জিনিসপত্র স্থানান্তর করছিলেন তখন একটি ট্রাংক স্বাভাবিকের চেয়ে ভারী ছিল। বিষয়টি সন্দেহ হলে তিনি ট্রাংকটি খুলে নিজের তিন মেয়ের লাশ দেখতে পান।
স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জেডএ