সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাগোরনো কারাবাখে বসবাসরত আর্মেনিয়ান নৃগোষ্ঠীর ৮০ শতাংশ বাসিন্দা পালিয়েছে। এতে অঞ্চলটি প্রায় জনশূন্য হয়ে গেছে।
এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সম্প্রতি অঞ্চলটিতে অভিযান চালায় আজারবাইজান। অঞ্চলটিতে বসবাসরত অস্ত্রধারী গোষ্ঠীকে আজেরি বাহিনী অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানায়। এরপর বিছিন্নতাবাদী শাসিত নাগোরনো কারাবাখ প্রজাতন্ত্র বিলুপ্ত ঘোষণা করা হয়।
বিবিসির খবরে বলা হয়, নাগোরনো-কারাবাখে বসবাস করে আসা এক লাখের বেশি জাতিগত আর্মেনীয় দেশটি ছেড়ে পালিয়েছে। অঞ্চলটির বাসিন্দারা আজারবাইজানের অংশ হিসেবে থাকতে চান না। এছাড়া জাতিগত নির্মূলের ভয়ও রয়েছে তাদের।
তবে আজারবাইজান বলছে, তারা তাদের দেশের সব বাসিন্দাকে সমান চোখে দেখে। কিন্তু আর্মেনিয়ার মুখপাত্র বিষয়টিকে ‘ডাহা মিথ্যা’ বলে উল্লেখ করেছেন।
নাগোরনো-কারাবাখ আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত। তবে তিন দশক ধরে জাতিগত আর্মেনীয়রা দেশটি পরিচালনা করে আসছিল। গত ১৯ সেপ্টেম্বর দেশটিতে ২৪ ঘণ্টার সামরিক অভিযান চালায় আজারবাইজান সেনাবাহিনী। এতে দুই শতাধিক আর্মেনিয় নিহত হয়।
জেডএ