সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ এক দশকের বেশি সময় চলতে পারে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা অ্যালেক্সি অ্যারিস্টোভিচ।
দুই দেশের মধ্যকার দ্বন্দ্ব খুব শিগগিরই নিরসন হবে না বলে ধারণা করছেন তিনি। অ্যারিস্টোভিচ বলেন, এই সংঘাত ২০৩৫ সাল পর্যন্ত চলবে- এটি নিশ্চিত।
তিনি অভিযোগ করেন, রাশিয়া একটি নতুন সাম্রাজ্য গড়ে তুলতে চাইছে যেখানে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করা অপরিহার্য। গত ১৭ সেপ্টেম্বর একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন অ্যারিস্টোভিচ।
প্রেসিডেন্ট জেলেনস্কির সাবেক এই উপদেষ্টা আরও বলেন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার অচলাবস্থা শুধু সামরিক ক্ষেত্রে বিরাজমান থাকবে তাই নয়, তা কূটনৈতিক পর্যায় পর্যন্ত বিস্তৃত হতে পারে।
তিনি আরও বলেন, দু দেশের মধ্যে হয়ত যুদ্ধবিরতি হতে পারে কিন্তু পরবর্তীতে দু দেশের মধ্যকার দ্বন্দ্ব কূটনৈতিক, গোয়েন্দা, অর্থনৈতিক ও তথ্য জগতে ছড়িয়ে পড়তে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্টের সাবেক এই উপদেষ্টা বলেন, ইউক্রেনের উচিত ইসরায়েলের উদাহরণ অনুসরণ করা। যেকোনো সময় সীমান্ত সংঘাত শুরু হতে পারে, তা মোকাবিলার জন্য ইউক্রেনের সবসময়ের প্রস্তুতি থাকতে হবে।
সূত্র: আইরিশ সান।
জেডএ