সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মিশরে আল-আজহার বিশ্ববিদ্যালয়সহ দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ছাত্র সংগঠন ‘ইত্তেহাদ’ এর বাৎসরিক সভা, স্নাতক ও স্নাতকোত্তর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রশংসাপত্র প্রদান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানী কায়রোর নাসের সিটির দারুল-আকরাম ইসলামী সেন্টারে সংগঠনটির সভাপতি নাজিব শাওকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিশরে বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম।
সাইমুম আল-মাহদীর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের পর পিএইচডি এবং এমফিল সমাবর্তন সম্মননা ও বিভিন্ন স্তরের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার পর, সংগঠনটির ২০২২-২৩ সেশনের সারা বছরের কার্যক্রম ওপর একটি প্রামাণ্য চিত্রপ্রদর্শন করা হয়।
ইত্তেহাদের বিদায়ী সভাপতি নাজিব শাওকী আগত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, ফারাওদের দেশে অবস্থানরত বাংলাদেশি ছাত্রদের সুপ্ত প্রতিভা বিকাশ ও সুস্থ বিনোদনের লক্ষ্যে, ইত্তেহাদ নানাবিধ কাজ করে যাচ্ছে। ক্রিকেট, ফুটবল টুর্নামেন্টে, বাৎসরিক শিক্ষা সফর, সাংস্কৃতিক নানা প্রতিযোগিতা, শিক্ষামূলক কর্মসূচি, ঈদ পুনর্মিলনী, ইফতার প্রোগ্রাম, নানান দিবস উদযাপন ইত্যাদি কর্মসূচি পালন করে থাকে।
তিনি বলেন, মিশরের রাষ্ট্রীয় সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে, আমাদের দূতাবাস আয়োজিত দেশের প্রতিটি জাতীয় দিবসে ইত্তেহাদ বিভিন্ন পারফরমেন্সে সতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে মিশরে বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম বলেন, ছাত্র জীবনে সবসময় প্রথম হলেও প্রথম শ্রেণির রাষ্ট্রদূত হতে পারিনি। আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করে বলেন, পড়ালেখার পাশাপাশি বাস্তব জীবন নিয়েও তোমাদের চিন্তা করতে হবে। ছাত্র জীবন শেষ করে তুমি কি হতে চাও।
তিনি বলেন, তোমরা আমার সন্তান সমতূল্য, তোমাদের কল্যাণার্থে দূতাবাস সবসময় সহযোগিতা ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। এ সময় তিনি শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নেন।
ইত্তেহাদের বিদায়ী সাধারণ সম্পাদক সাইমুম আল-মাহদী বক্তব্যে বলেন, ইত্তেহাদ দলমত নির্বিশেষে একটি ঐক্যমতের প্রতীক, যেখানে বাংলাদেশের সমস্ত মতাদর্শের ছাত্র/ছাত্রীরা নিজেদের দূরত্ব ভুলে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। ইসলামের অনন্য সৌন্দর্য ফুটে উঠে এ সংগঠনের মাধ্যমে।
প্রতি বছরের ন্যায় এবারও ইত্তেহাদের পুরাতন কমিটিকে বিদায় জানিয়ে নতুন কমিটি গঠন করা হয়। সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুর রহমান ২০২৩-২৪ সেশনের নবগঠিত কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন। বিদায়ী কমিটি নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেয়। এ সময় উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে জহিরুল ইসলাম নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান।
২০২৩-২৪ সেশনের নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন–
সভাপতি: শাহেদুল ইসলাম। সহ-সভাপতি: ফখরুল ইসলাম। সাধারণ সম্পাদক: আল আমিন সরকার। অর্থ সম্পাদক: আনাস বিন মামুন। সহ-কারী অর্থ সম্পাদক: আব্দুর রহমান। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: কাজী মো. শামসুদ্দিন সাকিব। সহকারী শিক্ষা সংস্কৃতি সম্পাদক: ফয়সাল মাহমুদ। অফিস ও প্রচার সম্পাদক: আব্দুর রহমান বিন মুহাম্মদ। সহকারী অফিস সম্পাদক: মোহাম্মদ আবু সায়েম।
আল-আজহারসহ মিশরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে এক হাজারের ও বেশি বাংলাদেশি শিক্ষার্থী বিভিন্ন বিষয় নিয়ে অধ্যয়ন করছেন।
জেবি