সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শূকরের মাংস খাওয়ার আগে বিসমিল্লাহ বলার অপরাধে এক মুসলিম নারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ইন্দোনেশিয়ার একটি আদালত। পর্যটন দ্বীপ বালিতে গিয়ে শূকরের মাংস খাওয়ার সময় বিসমিল্লাহ বলেন ওই নারী। পরে সেই ভিডিও টিকটকে আপলোড করা হয়।
লিনা লুৎফিয়াওয়াতি নামের ওই নারী সোশ্যাল মিডিয়ায় লিনা মুখার্জি নামে পরিচিত। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সুমাত্রা দ্বীপের পালেমবাং জেলা আদালত তার এই সাজা ঘোষণা করে।
আদালতের নথিতে বলা হয়, ৩৩ বছর বয়সী এই নারী ধর্মীয় ব্যক্তি এবং নির্দিষ্ট গ্রুপের বিরুদ্ধে ঘৃণায় উসকানি দেওয়ার লক্ষ্যে তথ্য ছাড়ানোয় অভিযুক্ত হয়েছেন। দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি আদালত লিনাকে ২৫ কোটি ইন্দোনেশিয়ান রুপিয়াহও জরিমানা করে। অনাদায়ে তাকে আরও তিন মাস কারাভোগ করতে হবে।
মামলার রায়ের পর আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লিনা। এমন রায়ে অবাক হয়েছেন বলে জানান তিনি। সিএনএন অ্যাফলিয়েট সিএনএন ইন্দোনেশিয়াকে এই নারী বলেন, আমি জানি আমি ভুল করেছি কিন্তু আমি এমন সাজা কখনই প্রত্যাশা করিনি। রায়ের বিরুদ্ধে তিনি আবেদন করতে পারেন বলেও জানিয়েছে সিএনএন ইন্দোনেশিয়া।
এইউ