সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিরল এক ঘটনার সাক্ষী হয়েছে ভারতের রাজস্থানের এক পরিবার। রোববার ওই পরিবারে ২৬ আঙুল নিয়ে এক কন্যাশিশুর জন্ম হয়েছে।
রাজস্থানের দিগ জেলার একটি স্বাস্থ্য কেন্দ্রে ওই শিশুর জন্ম হয়। তার দুই হাতে সাতটি করে ও দুই পায়ে ছয়টি করে আঙুল রয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া’র।
ডাক্তাররা বলছেন, বিরল এক জেনেটিক ডিজঅর্ডারের কারণে এতগুলো অতিরিক্ত আঙুল নিয়ে ওই শিশুর জন্ম হয়েছে। তবে শিশুটির পরিবারের বিশ্বাস, সে হিন্দু এক দেবীর পুনর্জন্ম।
রোববার রাতে কামানের একটি কমিউনিটি হেলথ সেন্টারে ওই শিশুর জন্ম হয়। শিশুটির মা সারজু দেবী এবং শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসক ডা. বি এস সোনি।
তিনি বলেন, শিশুটির দুই হাতে সাতটি ও দুই পায়ে ছয়টি করে আঙুল রয়েছে। এই অবস্থাকে বলে পলিডেক্টিলি। এটা বিরল, তবে এতে কোনো ক্ষতি বা পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
নবজাতকের মামা দীপক বলেন, তাদের বিশ্বাস এই শিশু তাদের জন্য আর্শিবাদ। আর সে হিন্দু দেবী ঢোলাঘর দেবীর পুনর্জন্ম বলেও তাদের বিশ্বাস।
তিনি বলেন, সে আমাদের ঘরে দেবী হয়ে এসেছে। আমরা আনন্দিত যে আমাদের পরিবারে ‘লক্ষ্মী’র জন্ম হয়েছে।
এইউ