সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া সংস্থা ভিস্তারার দুটি বিমান৷ নারী পাইলটের সতর্কতার কারণেই বেঁচে গেলেন দুই বিমানে থাকা ৩০০ যাত্রী।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৯-আর রানওয়ে থেকে উড্ডয়ন করতে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার ভিস্তারার বাগডোগরাগামী ফ্লাইট ভিটিআই-৭২৫। একই সময় ২৯-এল রানওয়েতে অবতরণ করছিল ভিস্তারার আহমেদাবাদ-দিল্লি ভিটিআই-৯২৬। এ সময় রানওয়েতে বিমান দুটির মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। ঘটনার সময় দুটি বিমানের দূরত্ব ছিল মাত্র ১৮০০ মিটার।
ভিটিআই-৯২৬-এর নারী পাইলট সোনু গিলের বিষয়টি নজরে আসলে তিনি দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান। এরপরই এটিসি বাগডোগরাগামী বিমানটিকে উড্ডয়ন স্থগিত করার নির্দেশ দেয়। এতে রক্ষা পায় বিমান দুটির ৩০০ যাত্রীসহ পাইলট ও ক্রু।
এ ঘটনার তদন্তে নেমেছে বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন)। এটিসির সঙ্গে সমন্বয়ের অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, দিল্লি বিমানবন্দরের ২৯-আর এবং ২৯-এল রানওয়ে দুটি এক সঙ্গে ব্যবহার করা যায় না। কারণ একটি বিশেষ পয়েন্টে গিয়ে দুটি রানওয়ে মিলে যায়।
জেডএ