সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, প্রাকৃতিক ভারসাম্যহীনতার কারণে বেড়েছে ডেঙ্গু।
রোববার (১৩ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ মেডিকেল কলেজে আয়োজিত ‘দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে যে ডেঙ্গু এত বৃদ্ধি পেল, এটা কিন্তু প্রাকৃতিক ভারসাম্যহীনতার কারণে। এখানে যে অতি বৃষ্টি হচ্ছে, এটা একটা কারণ ডেঙ্গু বৃদ্ধির। গরম একটি বড় কারণ। বৃষ্টি শেষ হলে গরম। পৃথিবীর সব জায়গায় রেকর্ড পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।
ডা. জাহিদ মালেক বলেন, যদি গরম হয়, বৃষ্টি হয় এবং পানি যদি জমে থাকে, ড্রেনেজ সিস্টেম যদি ভালো না হয়, স্প্রে যদি আমরা ভালো না করতে পারি তাহলে এডিস মশা বাড়বেই। এডিস মশা যদি বাড়ে তাহলে কামড়াবেও বেশি এবং তখন ডেঙ্গুতে আক্রান্ত লোকও বেশি হবে। কাজেই প্রাকৃতিক ভারসাম্য, গাছপালা যদি না রাখতে পারি তাহলে বিভিন্ন ধরনের অসুখ যে হচ্ছে এগুলো বাড়বে।
তিনি বলেন, স্বাস্থ্য সেবায় ৫ বছর, তার আগে ৫ বছর আমরা কাজ করেছি। অনেক এগিয়ে গেছে স্বাস্থ্যসেবা। আমাদের সময় করোনা এল। করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ এশিয়ার মধ্যে প্রথম স্থান এবং বিশ্বে পঞ্চম স্থান পেল। এটা এমনি এমনি হয়নি। কোনো জাদুতে হয়নি। কাজ করেছি আমরা।
জেডএ