সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রুদ্র চন্দ্র সরকার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর মিরপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সানজিদা ফারহানা গণমাধ্যমকে এ বিষয়টি জানিয়েছেন।
নিহত রুদ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
রুদ্রের সহপাঠীরা জানান, গত ২২ তারিখে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় রুদ্র। এরপর ক্লাস-পরীক্ষা শেষ করে বাড়ি চলে যায়। তার সাথে যোগাযোগ করার পর জানতে পারি রুদ্র রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।
তারা আরও জানান, গতকাল হাসপাতালে তাকে দেখতে গিয়ে জানতে পারি, তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। ডাক্তার জানিয়েছেন রুদ্র নিউমোনিয়ায় আক্রান্ত। সেই সঙ্গে তার ফুসফুসে পানি জমেছে। ওই মুহূর্তেই তাকে রংপুর ডক্টরস ক্লিনিকের আইসিইউতে ভর্তি করা হয়। গতকাল রাতে তাকে ঢাকার ডেল্টা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
রুদ্রের মৃত্যুতে শোক জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
আরএ