সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর উত্তরার হাই কেয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় শামীমা আক্তার মুন্নি (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, গাজীপুরের শ্রীপুর থানার টেপিয়া বাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিকুর রহমানের মেয়ে শামীমা আক্তার মুন্নী।
শামীমার স্বজনরা জানান, চিকিৎসকদের অবহেলায় শামীমার মৃত্যু হয়েছে। গত সোমবার সকাল ১১টায় হাই কেয়ার জেনারেল হাসপাতালে তার পিত্তথলির অপারেশন করা হয়। প্রায় ৬ ঘণ্টা অপারেশন করেন চিকিৎসকরা। এসময় পরিস্থিতির অবনতি হলে চিকিৎসকরা তড়িঘড়ি করে রোগীর এক ছোট ভাইয়ের স্ত্রীর কাছ থেকে একটি ফরমে স্বাক্ষর নেন বলে তারা জানান।
তবে হাই কেয়ার জেনারেল হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক ডা. নুরুল আমিন খান ইমরান বলেন, ডাক্তারের অবহেলায় রোগী মারা যায়নি। রোগীর পিত্তথলির অপারেশন প্রথমে লেজারের মাধ্যমে করার চেষ্টা করেন চিকিৎসকরা। কিন্তু সেটি জটিল হওয়ার কারণে সরাসরি অপারেশন করা হয়েছে। এ কারণে অপারেশনে সময় বেশি সময় লেগেছে।
তিনি বলেন, ডাক্তারের বিরুদ্ধে অবহেলার কোনো অভিযোগ থাকলে গুরুত্বসহকারে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে এন্ডোস্কোপি করাতে গিয়ে কার্ডিক অ্যারেস্টে রাহিদ রেজা (৩১) নামে একজনের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ-রেজার সব রিপোর্ট ঠিকভাবে না দেখে চিকিৎসক তাকে জেনারেল অ্যানেস্থেসিয়া প্রয়োগ করেছেন। এতে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়।
এছাড়া গত ২১ ফেব্রুয়ারি রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে খতনা করাতে গিয়ে আহনাফ তাহমিন আয়হাম নামে এক শিশুর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়।
এর আগে ৭ জানুয়ারি রাজধানীর বাড্ডায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে আয়ান নামের ৫ বছরের এক শিশু মারা যায়।
এফএইচ