সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢালিউডের গ্লামারাস নায়িকা ইয়ামিন হক ববি। সিনেমায় নিজের আধিপত্য ধরে রেখেছেন শুরু থেকেই। ববি মানেই যেন চমক। দর্শকের ভালোবাসায় বরাবরই সিক্ত হয়েছেন এই সুন্দরী।
আগামীকাল শুক্রবার (১৮ আগস্ট) ববির জন্মদিন। বিশেষ এই দিনটিতে দেশে একাকীত্বে ভোগেন তিনি।
পরিবারের আপনজনরা কেউই ঢাকায় থাকে না এই নায়িকার। এ নিয়ে একটা দুঃখবোধ রয়েছে তার। মা ও বোনেরা অস্ট্রেলিয়া থাকেন। যে কারণে বিশেষ দিনটিতে কোনো আয়োজন না রাখলেও ঢাকার বাইরে অথবা দেশের বাইরে যাবেন বলে জানান তিনি।
এ ব্যাপারে ববি বলেন, জন্মদিনে খুব একা ফিল হয়। কারণ মা ও বোনেরা দেশের বাইরে। তাই আগামীকাল একটু বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে।
ববি সম্প্রতি ‘খোয়াব’ সিনেমার কাজ শেষ করেছেন। আবুল খায়ের চাঁদের পরিচালনায় এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন আদর আজাদ। সাহিত্যনির্ভর সিনেমাটিতে সুপারস্টার নায়িকা চরিত্রে অভিনয় করছেন ইয়ামিন হক ববি। অন্যদিকে মেকআপম্যানের চরিত্রে দেখা যাবে নায়ক আদর আজাদকে। এ ছাড়া ‘ময়ূরাক্ষী’ সিনেমার শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। খুব শিগগির শুরু হবে ‘মাস্টারমাইন্ড’ সিনেমার কাজ। সৈকত নাসিরের পরিচালনায় এই সিনেমার গল্প ও কনসেপ্ট ববির।
এম