দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বলিউড সুপারস্টার সালমান খান। ভাইজান নামেই বেশ পরিচিত তিনি। জেনে অবাক হবেন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েও তিনি জেলের নোংরা বাথরুম সাফাইয়ের কাজ করেছেন। জেলে বন্দি থাকা অবস্থায় এ কাজ করতে হত তাকে। স্কুলজীবনেও একই কাজ করেছেন তিনি। বোর্ডিং স্কুলে থাকাকালীনও বাথরুম সাফ করতেন সালমান।
রোববার (১৪ আগস্ট) বিগ বস ওটিটি ২-এর মঞ্চে এসব কথা জানান ভাইজান নিজেই। খবর: হিন্দুস্তান টাইমসের।
বিগ বস ওটিটি ২ ফিনালে থেকে সবার প্রথম বাদ পড়েন পূজা ভাট। মহেশ কন্যার বাদ পড়ার আগে তার প্রশংসা করে ভাইজান জানান, টয়লেট পরিষ্কার রাখা নিয়ে পূজার যে পাগলামি তা সত্যি প্রশংসনীয়। এর আগে বিগ বসের ঘরে এত পরিষ্কার টয়লেট তিনি কখনও দেখেননি। গোটা সিজন জুড়ে পূজা বাথরুম পরিষ্কার রাখার ধারা বজায় রেখেছিলেন।
সালমান বলেন, কোনও কাজই ছোট কিংবা বড় নয়।
প্রসঙ্গত, কৃষ্ণসার হরিণ শিকার মামলায় যোধপুর আদালত পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন সালমান খানকে। পরবর্তীতে হাইকোর্ট থেকে জামিন পান তিনি। এখনও আদালতে বিচারাধীন এই মামলা।
জেডএ