সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ধর্ষণের অভিযোগে ভারতের কন্নড় সিনেমার প্রযোজক, পরিচালক ও জনপ্রিয় অভিনেতা বীরেন্দ্র বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধু ধর্ষণ নয়, সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়ার মতো অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
৩০ বছর বয়সী এক নারীকে ধর্ষণ ও খুনের হুমকি এবং ব্ল্যাকমেইলের অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে বীরেন্দ্রকে। দুবছর আগের পুরোনো মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারের পরই উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন তিনি যখন অবচেতনে ছিলেন সেই সুযোগে তাকে ধর্ষণ করেছেন পরিচালক বীরেন্দ্র বাবু। আবার ধর্ষণের সময় সেই দৃশ্য রেকর্ডও করেছেন। পরে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বীরেন্দ্র।
জানা গেছে, ভুক্তভোগী নারী চিকমাগালুর বাসিন্দা। তার সঙ্গে প্রথমে বন্ধুত্বের সম্পর্ক গড়েছিলেন বীরেন্দ্র বাবু। পরে কফিতে নেশার দ্রব্য দিয়ে অবচেতন করা হয় তাকে। আর ওই সুযোগে ধর্ষণ করেন তিনি।
ওই নারী জানান, বীরেন্দ্র বাবুর দাবি করা অর্থ পরিশোধ করার জন্য নিজের অলংকার বিক্রি করতে হয়েছে তাকে। একবার অর্থ নিয়েই ক্ষান্ত থাকেননি। গত ৩০ জুলাই ফের তাকে (ভুক্তভোগী নারী) ফোন করে ডাকা হয়। গাড়ির ভেতরে মাথায় বন্দুক ধরে হুমকি দেন এবং আরও অর্থ দাবি করেন।
ধর্ষণ ও ব্ল্যাকমেইল নিয়ে আতঙ্কে সময় কাটানোর মধ্যেই দ্বিতীয় দফার এ ঘটনা ঘটে। পরে আর নিশ্চুপ থাকেননি ভুক্তভোগী। ওই নারী কোদিগেহালি থানায় বীরেন্দ্র বাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরুর পর কিছু তথ্য-প্রমাণ পান। সেই ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বীরেন্দ্রকে।
প্রসঙ্গত, গত বছরই এক কোটি ৮০ লাখ টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল বীরেন্দ্রের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়- নির্বাচনের মনোনয়ন দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিয়েছিলেন তিনি।
জেডএ