সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কিছুদিন আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার ১৮ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন। বিশ্বের অন্যতম প্রভাবশালী এই ব্যক্তির বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ট্রেন্ড হচ্ছে, যেখানে অনেককেই প্রশ্ন করতে দেখা যায়, নারী আসলে কীসে আটকায়। এমন প্রশ্নের উত্তরে এক একজন এক এক মন্তব্য প্রকাশ করেছেন। বাদ পড়ছেন না শোবিজ অঙ্গনের তারকারা। এবার এ নিয়ে মন্তব্য করলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।
রোববার (১৩ আগস্ট) রাতে ফেসবুকে ছেলের জন্মদিনের একটি ছবি পোস্ট করেন পরীমনি। ক্যাপশনে ছন্দ আকারে তিনি লেখেন, নারী, পুরুষ কিংবা মানুষ, কীসে এত আটকে রাখার দায়, জীবন শুধু মায়ায় আটকায়। পাশে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।
অভিনেত্রীর এই পোস্টে কমেন্ট করে সহমত পোষণ করেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। মা হিসেবে পরীর প্রশংসা করেন অনেকেই। একজন লেখেন, আমি তো পদ্ম বাবা সোনাটায় আটকাইয়া গেছি। আরেকজন মজা করে লেখেন, আমি তো শুধু পড়ালেখায় আটকাই।
উল্লেখ্য, দাম্পত্যজীবনে টানাপোড়েন চলছে পরীমনির। সম্প্রতি এক বছর পূর্ণ করল তার একমাত্র আদরের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। এখন ছেলেকে নিয়েই সকল ব্যস্ততা তার। তবে জানা গেছে, ফিট হয়ে শিগগিরই অভিনয়ে ফিরবেন পরীমনি।
আরএ