সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
২০২৩ সালের দ্বিতীয় সর্বোচ্চ উপার্জিত সিনেমা হতে চলেছে সানি-আমিশার সিনেমার গদর-২। ২০০৩ সালে বক্স অফিসে ইতিহাস তৈরি করেছিল ‘গদর: এক প্রেম কথা’।
সানি দেওল আর আমিশা পাটেলের সিনেমা রেকর্ড টিকিট বিক্রি করেছিল সেই বছর। এই একই দিনে সিনেমা হলে এসেছিল আমির খানের ‘লগন’। কিন্তু ব্যবসার অঙ্কে গদরের ধারেকাছে আসতে পারেনি লগন।
২০ বছর পর হলে এল গদরের সিকুয়েল। ১১ অগস্ট মুক্তি পেয়েছে ‘গদর ২’। সিনেমার ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে তৈরি হয়েছিল উন্মাদনা।
প্রথম দিনে গদর ভারতীয় বক্স অফিস থেকে আয় করেছিল ৪০ কোটি। আর দ্বিতীয় দিনে তা বেড়ে হল ৪৭.৩ কোটি। অর্থাৎ প্রথম দুই দিনে সানি দেওলের ছবির আয় ৮৭.৩ কোটি। আজকের (রোববার) আয় মিলিয়ে হয়তো পেরিয়ে যাবে ১০০ কোটির ঘর।
১৯৭১ সালের ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট, ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে ‘গদর ২’। গদরের সঙ্গে একই দিনে অর্থাৎ ১১ অগস্ট মুক্তি পেয়েছে ‘ওএমজি ২’। ওএমজি ২-তে আছেন অক্ষয় কুমার। এই ছবির দুই দিনের আয় ১৯ কোটি থেকে সামান্য বেশি।
জেডএ